গণনার বই।
<
০
>
^
গণনার বই।
ইস্রায়েলীদের গোষ্ঠী গণনা।
শিবিরে থাকার ও যাত্রা করার নিয়ম।
লেবীয়দের উপরে দেওয়া ভার।
নানা বিষয়ের নিয়ম।
নাসরীয়দের ব্যবস্থা।
কুলপতিদের উপহার।
বাতিদানী ও লেবীয়দের বিষয়।
নিস্তারপর্ব পালন।
সীনয় থেকে ইস্রায়েলীয়দের যাত্রা।
লোকেদের অভিযোগ ও শাস্তি।
হারোণ ও মরিয়মের বচসা।
কনান দেশ দেখার জন্য লোক পাঠানো। ইস্রায়েলীয়দের অবিশ্বাস।
ভিন্ন ভিন্ন আদেশ।
কোরহ ও তার দলের বিদ্রোহ ও বিনাশ।
লেবীয় ও যাজকদের বিষয়ে নিয়ম।
বিশুদ্ধ জলের বিধি।
জলের অভাবে ইস্রায়েলীয়দের অভিযোগ।
হারোণের মৃত্যু।
সাপের আঘাতে বিনাশ ও তার থেকে প্রতিকার।
ইস্রায়েলীয়দের নানা স্থানে যাত্রা।
বালাক ও বিলিয়মের বর্ণনা।
ইস্রায়েলের বিষয়ে বিলিয়মের ভাববাণী।
ইস্রায়েলীয়দের দেবতাপূজা ও ব্যভিচার।
ইস্রায়েলীয়দের দ্বিতীয়বার গণনা।
বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার।
মোশি ও যিহোশূয়ের বিষয়।
প্রতিদিনের বলিদানের নিয়ম।
ব্রতের বিষয়ে আদেশ।
মিদিয়নীয়দের পরাজয় ও বিনাশ।
যর্দনের পূর্ব পারে অবস্থিত দেশের ভাগ।
ইস্রায়েলীয়দের উত্তরণ স্থানগুলির নাম।
কনান দেশের সীমানা নির্ধারণ ও ভাগ।
লেবীয় শহর ও আশ্রয় শহর নির্ধারণ।
বাবার সম্পত্তির উত্তরাধিকারিণীর নিয়ম।
গণনার বই।
<
০
>
© 2017 BCS